কেমন হয় যদি কম্পিউটারের মাউস আপনার মোবাইলে ব্যবহার করা যায়?
খুবই চমৎকার ব্যাপার তাইনা?
চলুন আজকে আমরা জানবো কিভাবে খুব সহজে মোবাইলে মাউস ব্যবহার করা যায়।
যদি আপনার একটি স্মার্ট ফোন থাকে তবে আপনিই পারবেন একাজটি খুব সহজে করতে।
বর্তমানের উন্নত মানের মোবাইল গুলোতে খুব সহজে কম্পিউটারের মত বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। যা আমরা অনেকেই না জানার কারণে ব্যবহার করতে পারছিনা।
মোবাইলে মাউস ব্যবহারে দুটি উপকার।
১| আপনার মোবাইল স্কিন ভালো থাকবে
২। আপনার হাত ও আঙুলের ওপর চাপ কমবে।
একাজটি শুধুমাত্র আপনি যখন বাসায় অবস্থান করবেন তখনই করতে পারবেন।
এরজন্য ২ টি শর্ত......
১) আপনার মাউসটি USB হতে হবে।
২) মোবাইলে OTP সাপোর্ট থাকা লাগবে।
শুরুতেই আপনার মাউসকে OTG কেবলের সাথে যুক্ত করতে হবে। এরপর মোবাইলের চার্জিং পয়েন্টে OTG কেবলের অন্যপ্রান্ত যুক্ত করে দিন। ব্যস কাজ হয়ে যাবে....
অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন মোবাইলে মাউস পয়েন্ট দেখা যাবে। এরপর আপনি খুব
স্বাচ্ছন্দ্যে সেটি ব্যবহার করুন।
বড় স্কিনের মোবাইল ও ট্যাবে মাউস ব্যবহার করতে খুবই ভালো লাগে।
No comments:
Post a Comment